নান্দাইলে পাগলা কুকুরের কামড়ে শিশু সহ আহত ২০, এলাকায় বিরাজ করছে আতঙ্ক

0
73

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে পাগলা কুকুরের কামড়ে শিশু সহ ২০ ব্যক্তি গুরুতর আহত হয়েছে। এতে এলাজায় পাগলা কুকুরের আক্রমণের আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১০ টার দিকে নান্দাইল পৌরসভার ৩ ও ৪ নং ওয়ার্ডের পাছপাড়া ও ঝালুয়া মহল্লায় ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালের দিকে ৪-৫ টি পাগলা কুকুরের দল পৌর সভার ঝালুয়া ও পাছপাড়া মহল্লায় যাকে সামনে পেয়েছে, তাকেই কামড়িয়েছে। এতে একালার শিশু সহ ২০ ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়েছেন। গুরুতর অনেকই কিশোরগঞ্জ শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় বাসিন্দা আহাদ হাসান লিয়ন সরকার জানান- সকালের দিকে পাগলা কুকুরের দলটি যাকে যেখানে পেয়েছে, তাকে সেখানেই দৌড়ে এসে কামড়ে চলে গেছে। এতে কারো হাত,পা,শরীরের বিভিন্ন অংশ ছিঁড়ে রক্তাক্ত করে দিয়েছে। পাগলা কুকুরের আক্রমণের ভয়ে আতঙ্ক এলাকাবাসী।

পাগলা কুকুরের আক্রমনে কামড়ে আহতরা হলেন- আহতরা হলেন মহল্লার তামিম (২০), মুসলেম উদ্দিন (৭০), নুর মোহাম্মদ (৬০), সেলিনা বেগম (৪৫), মরিয়ম আক্তার (৮), গোবিন্দ (৫), মো. সাহেদা খাতুন (৪৫), রিসান (৪), মো. আশিক (১৪), সেলিনা খাতুন (৪৫), মোসলেম উদ্দিন (৬৫), আলমগীর হোসেন (৫০), মো. ফুহাদ (১০), বাদল মিয়া (১৪), তুষার মিয়া (৮), সাউদা (৫), হোসনা (১২), মামুন মিয়া (৩২), সুজন মিয়া (২০) ও মন্নাস মিয়া (৩৩)।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া বলেন- পাগলা কুকুর নিধনে পৌর সভায় কোন ভ্যাকসিন না থাকায় আমাদের পক্ষে তা সম্ভব হচ্ছে না। তাছাড়া পৌর সভার পাগলা কুকুর ধরে প্রাণী সম্পদ দপ্তরে দিব তার ও কোন জনবল নেই নান্দাইল উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হারুনর রশিদ জানান,বেওয়ারিশ কুকুরের উপদ্রব শুরু হলে পৌর কর্তৃপক্ষ এসব কুকুর আটক করে প্রাণিসম্পদ কার্যালয় পৌছে দেয়। এ ক্ষেত্রে তাঁরা পৌর কর্তৃপক্ষকে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকেন। আটক কুকুর প্রাণিসম্পদ কার্যালয়ে ১০ দিন পর্যবেক্ষণ করে পাগল হলে সেটি মারা যাবে। ভালো হলে ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেওয়া হবে।