কবিতা: ভালোবাসাময় হৃদয়

0
270

ভালোবাসাময় হৃদয়
সুদীপ চন্দ্র হালদার

আমার স্বপ্ন, আমার ভাবনা, আমার অস্তিত্ব,
শুধু তুমি, শুধু তুমি, শুধু তুমি, হে দেবী!
সরলতার প্রতিমা তুমি, আলোকের পথযাত্রী,
ওগো, তুমি যে আমার ভালোবাসার রানী!

সত্য ন্যায়ের পূজারী, লক্ষ্মী তুমি,
সাদামাটা জীবনের তুমি যে প্রতিমূর্তি,
তোমার অমল হৃদয়ের আমি যে কাঙাল,
ওহে মম হৃদয়হারিণী, প্রাণেশ্বরী দেবী!

হৃদয়ে লাগে দোলা তোমার স্পর্শে,
মুচকি হাসিতে মন করে আনচান,
কেশের ঝংকারে জাগে অপার্থিব প্রেম,
তুমি যে অনন্যা, আমার মনোহারিনী!

তোমার উপস্থিতি যে নিঃশ্বাস-প্রশ্বাসে,
তোমার অস্তিত্ব যে হৃদয়ের রক্তসঞ্চালনে,
তুমি যে গোটা পৃথিবীতে আমার আনন্দের উল্লাস,
তুমি তো এ দেহের বিকল্পহীন অক্সিজেন বক্স!

তুমি তো আমার মায়া, তুমি তো এই কায়ার ছায়া,
তুমি রবে অমূল্য ভালবাসার সাথী হয়ে জনম ধরে,
তুমি বিনা দম বন্ধ হবে যে স্বপ্নবাজের,
ভালোবাসাময় হৃদয় হবে গো অসাড় চিরতরে!