গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

0
52

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (২৩ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের স্টেডিয়াম রোড ২নং রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায, ওই নারী মাইক্রোবাস স্ট্যান্ড অবস্থান করছিলেন। এরই মধ্যে ট্রেন আশায় সে লাইনের ওপর দু’হাত ছেড়ে দাঁড়িয়ে যায়।পরে ট্রেনটি তাকে কেটে চলে যায়। তার পরণে ছিল লাল শাড়ি ও হাতে একটি মুঠোফোন।

গাইবান্ধা স্টেশন মাস্টার আবুল কাশেম জানান, ট্রেনটি বগুড়া থেকে গাইবান্ধা মুখে আসছিল। এ সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।