কবিতা: মানুষ

0
156

মানুষ
সুদীপ চন্দ্র হালদার

মনুষ্যত্ববোধের ধারণে তুমি মান’হুশ,
জাগ্রত চেতনায় তুমি বিমলিন,
হৃদয়ের বিকাশে তুমি হৃদয়বত্তা,
সত্যের ধারণে তুমি সত্যবান।

বিকাশমান সভ্যতায় তুমি অগ্রপথিক,
প্রাচুর্যের প্রবাহে তুমি ঐশ্বর্যশালী,
ভালোবাসার মহিমায় তুমি প্রেমিক,
সৃজনশীলতার বিকাশে তুমি সৃষ্টিশীল।

নশ্বর ধরাতে কর্মে অবিনশ্বর তুমি,
বিবেকের বোধ শক্তিতে তুমি বিবেকবান,
শক্তির প্রদর্শনে তুমি শক্তিমান,
ছন্দময় শব্দগুচ্ছের মিলনে তুমি কবি।

প্রেমের তাজমহল তোমার সৃষ্টি, হাইড্রোজেন বোমাতেও তুমি,
কল্যাণের দূত তুমি, যুদ্ধের খলনায়কও তুমি,
আলোর পথিক তুমি, হিংসার দাবালন জ্বালাও তুমি,
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত তুমি, হিংস্রতায় তুমি।

কর্মে-ধর্মে দেবতা তুমি, ধ্বংসে-হিংসায় অসুর তুমি,
সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ তুমি, তোমার মতো কুসৃষ্টিও জগতে নাহি,
পরার্থে জীবন উৎসর্গকারী তুমি, স্বার্থ ফুরালে খড়্গ হস্তে তুমি,
জ্ঞানী তুমি-গুনী তুমি, কুপ্রবৃত্তিতে বিনাশের জনক তুমি।

অনন্ত তোমার শক্তি, জগতের মঙ্গল বিধানে,
সৃষ্টির কল্যাণে আগুয়ান হতে অসীম তোমার ক্ষমতা,
ধ্বংসের উন্নাসিকতা পরিহারে কল্যাণময় শান্তির বার্তা,
মহাত্মা হৃদয়ে, মহতী কর্মে হোক তোমার এগিয়ে চলা।