ধামরাইয়ে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

0
123

রনজিত কুমার পাল (বাবু)সিনিয়র রিপোর্টার: ঢাকার ধামরাই উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে খরিপ-২ রোপা আমন ধানের উচ্চ ফলনশীল জাতের ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ জুন) ধামরাই উপজেলা পরিষদের চত্তরে ২০২৩-২৪ অর্থবছরের ২০২৪-২৫ মৌসুমের প্রণোদনার আওতায় খরিপ ২ রোপাআমন ধানের উচ্চ ফলনশীল জাতের ধান বীজ ও সার ধামরাই উপজেলার মোট ৮৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান মোঃ আব্দুল্লা আল মামুন ।

এ’সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরিফুল রহমান সহ অন্যান্যরাসহ ধামরাই উপজেলার সুবিধাভোগী কৃষকগন। প্রতি কৃষক এক বিঘা জমির জন্য ৫কেজি বীজ, ১০ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন। এবারে রোপা আমন ধানের ব্রিধান ৭৫, ব্রিধান ৮৭, বিনা ধান ১১ ও বিনা ধান ১৭ জাতের বীজ বিতরণ করা হচ্ছে। এই উচ্চ ফলনশীল স্বল্প জীবনকালের আধুনিক ধান চাষের ফলে কৃষকরা সরিষা চাষের সুযোগ পাবেন। ফলে শস্য নিবিড়তা বৃদ্ধি পাবে।