শ্রীনগরে দুটি বিষাক্ত রাসেলস ভাইপার পি*টিয়ে হ*ত্যা

0
197

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে দুটি বিষাক্ত রাসেলস ভাইপার সাপ পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ও বিকালে উপজেলার পদ্মা নদীর তীরবর্তী ভাগ্যকুল এলাকায় সাপ দুটিকে মারে এলাকাবাসী।

জানা গেছে, বিকালে ভাগ্যকুলের মান্দ্রা গ্রামে স্থানীয় ইউপি সদস্য সেলিম মৃধার বাড়ির পাশে একটি রাসেলস ভাইপার সাপ দেখতে পায় স্থানীয়রা। পরে সাপটিকে পিটিয়ে মারা হয়। এদিন সকালের দিকে ভাগ্যকুল বাজার এলাকায় পদ্মা নদীর শাখা খালে জেলের জালে একটি রাসেলস ভাইপার আটকা পরে। বাজারের এক দোকানী জানান, জালে আটকা পড়া রাসেলস ভাইপার আকারে অনেক বড় ছিল। পরে বিষাক্ত সাপটি পিটিয়ে হত্যা করা হয়। এ সময় বিষাক্ত রাসেলস ভাইপার দেখতে মানুষের ভিড় জমে।

শ্রীনগর উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, সাপ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আতঙ্কিত মানুষ নিজেদের রক্ষা করতে রাসেলস ভাইপার পিটিয়ে মেরে ফেলে। তবে আমাদের খবর দিলে রেসকিউ টীম গিয়ে সাপ উদ্ধার করবে। সাপ আতঙ্ক এড়াতে সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছে। যদি সাপে কামড় দেয় তাহলে রোগীকে কোন ওঝার কাছে নয় দ্রæত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি।