জাতীয় শিক্ষা সপ্তাহ বক্তৃতা প্রতিযোগিতায় শ্রীনগরের রিচি তৃতীয়

0
90

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহের জাতীয় পর্যায়ে নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় সারাদেশে তৃতীয় হয়েছেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরের ফারজানা রিচি। সে শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের হোগলাগাঁও গ্রামের মো. খবির হোসেন ও লুৎফা বেগম দম্পতির ছোট কন্যা। তিনি শ্রীনগর সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।

২৭ জুন বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪’র জাতীয় পর্যায়ের বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মেধাবি ছাত্রী ফারজানা রিচির হাতে পুরস্কার তুলে দেন। এ সময় শিক্ষার্থী ফারজানা রিচির বাবা-মা উপস্থিত ছিলেন। ফারজানা রিচি সকলের কাছে দোয়া কামনা করেন।

জানা গেছে, এর আগে ফারজানা রিচি গত ১৩ মে আঞ্চলিক কার্যালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ বক্তৃতা প্রতিযোগিতা ঢাকা বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জন করেন। ফারজানা রিচি লেখা পড়ার পাশাপাশি “রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর” নামক সামাজিক সংগঠনের সহকারী পরিচাকলের দায়িত্ব পালন করছেন।