ধামরাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

0
106

রনজিত কুমার পাল (বাবু), সিনিয়র রিপোর্টার: ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলার ১৬টি ইউনিয়নের ১৬টি ফুটবল দল নিয়ে শুরু হওয়া ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) -২০২৪ এর ফাইনাল খেলায় উর্ত্তীন টুর্নামেন্টের সেরা দুটি দল বালিয়া ইউনিয়ন ফুটবল দল বনাম সোমভাগ ইউনিয়ন ফুটবল দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৮ জুন) বিকেলে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) -২০২৪ এর ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) খান মো: আবদুল্লা আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা উদ্বোধন করেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের নবনির্বাচিত ও দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল লতিফ সহকারী কমিশনার (ভূমি) শ্রী প্রশান্ত বৈদ্য,বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআই এর নির্বাহী পরিচালক মো: সামছুল হক সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।

উক্ত ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালিয়া ইউনিয়ন ফুটবল দল ট্রাইব্রেকারে সোমভাগ ইউনিয়ন ফুটবল দল কে হারিয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) -২০২৪ চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান করা হয়।