বিশ্বকাপের পারফরম্যান্সে খুশি বিসিবি

0
80

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের একদম দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ১২ দশমিক ১ ওভারে জিতলেই প্রথমবারের মতো বিশ্বমঞ্চের শেষ চারে জায়গা করে নিতো লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ইতিহাস গড়া হয়নি। সুপার এইট থেকে শূন্য হাতেই সাকিব-শান্তদের ফিরতে হয়।

এবারের বিশ্বকাপে তিনটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এক আসরে সর্বোচ্চ ৩ ম্যাচ জয়ের নজির এবারই গড়েছে টাইগাররা। বিশ্বকাপে টাইগারদের এমন পারফরম্যান্সে খুশি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।

শনিবার (২৯ জুন) গণমাধ্যমের মুখোমুখি হয়ে জালাল বলেন, ‘বিশ্বকাপে আমাদের টার্গেট ছিল সুপার এইটে খেলা। আমরা টার্গেট অ্যাচিভ করতে পেরেছি, তার জন্য সবাই খুশি।’

এদিকে বোলারদের কল্যাণেই এবারের বিশ্বকাপে রেকর্ড তিন ম্যাচ জিতেছে টাইগাররা। একমাত্র তাওহীদ হৃদয় ছাড়া আর কোনো ব্যাটারই প্রত্যাশার অনুযায়ী ব্যাট হাতে আধিপত্য দেখাতে পারেননি। তাই ব্যাটারদের এমন বাজে পারফরম্যান্সের কারণও খুঁতিয়ে দেখতে চায় বিসিবি।

এ নিয়ে জালালের মন্তব্য, ‘টপ-অর্ডার টানা ব্যর্থ হয়েছে, বলেই আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। ব্যাটিংয়ে এভাবে ফেইল করতে আমি কখনো দেখিনি। হয়তো একজন করেছে, আরেকজন ওই জায়গায় গিয়ে কাভার দিয়েছে। কোন কোন জায়গায় দুর্বলতা আছে, এটা আমাদের খুঁজে বের করতে হবে এবং সেটা নিয়ে কাজ করতে হবে।’

অন্যদিকে এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা রিশাদ ৭ ম্যাচে ২৫ ওভার হাত ঘুরিয়ে ১৪ উইকেট শিকার করেন, যা বাংলাদেশিদের মধ্যে এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের রেকর্ড।

তাকে নিয়ে জালালের ভাষ্য, ‘দুর্দান্ত বোলিং করেছে আমাদের পেসার ও স্পিনাররা। বিশেষ করে রিশাদ। ওর জন্য একটা বড় প্ল্যাটফর্ম ছিল নিজেকে প্রমাণ করার। সব মিলিয়ে এ ওয়ার্ল্ডকাপে আমরা ভালো খেলেছি।’