মাগুরায় হঠাৎ বৃষ্টিতে জনজীবনে স্বস্তিভাব

0
123

মতিন রহমান, মাগুরা: চলমান তীব্র তাপদাহের পর মাগুরায় দেখা দিল স্বস্তির বৃষ্টি। রোববার সকাল থেকে গরমের প্রচন্ড তাপমাত্রায় অতিষ্ঠ জনজীবন। এরই মধ্যে দুপুরে ১টার দিকে আকাশে দেখা যায় প্রচন্ড মেঘ। আকাশে মেঘের গুড়ুম গুড়ুম গর্জন। এর পরই দুপুরে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়। মাগুরা শহর ও আশেপাশের কিছু এলাকায় বৃষ্টি নামার কারণে একটু হলেও স্বস্তি মিলেছে জনজীবনে।

মাগুরা শহর থেকে ইমন মোল্যা জানান, তীব্র এই গরমে ঠিকমতো কাজ করতে পারছিলাম না। শহরে এক ধরনের অস্বাভাবিক গরম। হঠাৎ এক পসরা বৃষ্টির কারণে কিছুটা হলেও স্বস্তি মিলেছে।

পথচারীরা জানায়, দৈনন্দিন কাজে তাপদাহের কারণে ঠিকমতো কাজে মন বসেনি। এখন আষাঢ় মাস চলছে তবুও দেখা নেই বৃষ্টির। বিভিন্ন জেলায় বৃষ্টির হবার খবর পাচ্ছি। কিন্তু মাগুরায় এর ব্যাতিক্রম। তবে দুপুরে বৃষ্টির নামার কারণে জনমনে স্বস্তি ফিরেছে। তবে গরমের অনুভূতি পুরোপুরি যায়নি।