ভোলার জেলে পল্লীর শিশুদের নিয়ে গ্লোবাল টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
10

ভোলা প্রতিনিধি: বে-সরকারী টেলিভিশন গ্লোবাল টিভির ২য় বর্ষপূর্তি উপলক্ষে জেলে পল্লীর শিশুদের নিয়ে কেক কাটা ও র‍্যালি করেছে ভোলা জেলা প্রতিনিধি অনিক আহমেদ।

আজ ৩০জুন বিকালে ইলিশা মেঘনা নদীর কূলে জেলে পল্লীর শিশুদের নিয়ে এ আয়োজন করা হয়।

এ সময় জেলে পল্লীর শিশুরা আনন্দ উৎসব করে কেক কাটায় অংশ নিয়েছে। শিশুদের সাথে বয়স্করাও যোগ দিয়েছে কেক কাটা অনুষ্ঠানে।

উৎসবমূখর পরিবেশে এ জনপ্রিয় টিভি চ্যানেল গ্লোবাল টেলিভিশন এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

গ্লোবাল টেলিভিশন এর প্রতিনিধি অনিক আহমেদ বলেন সুবিধা বঞ্চিত এ শিশুদের মুখে কেক কাটার মাধ্যমে আনন্দ দিতে পেরে আমি ও খুশি। এ শিশুরা এ ধরনের সামাজিক বিষয়ে অংশ নিলে তাদের চিন্তা ভাবনা পজেটিভ হবে। তারা শিক্ষার প্রতি উসাহিত হবে। তাই এদের নিয়ে আমার এ আয়োজন।

কেক কাটা অনুষ্ঠানে সাংবাদিক ইয়ামিন হোসেন,গ্লোবাল টিভির ক্যামেরাপার্সন আবদুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।