ঘোড়াঘাটে বিবাহ প্রতিরোধে আলোচনা সভা

0
67

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে মসজিদের সকল ইমাম ও উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল বাল্যবিবাহ রোধ করি, সুন্দর স্মার্ট বাংলাদেশ গড়ি।

আজ সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির সহযোগীতায় উপজলা মডেল মসজিদে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, সহকারী কমিশনার ভূমি মো. মাহমুদুল হাসান, মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির ম্যানেজার রোলান্ড গমেজ, প্রোগ্রাম অফিসার মারিও মার্ডি, মো. মামুনুর রশিদ ও মডেল মসজিদের পেশ ইমাম মাও. ইউসুফ আলী সহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বাল্য বিবাহের কুফল সম্পর্কে ব্যাপক আলোকপাত করেন। এতে উপজেলার বিভিন্ন মসজিদের ২ শতাধিক ইমাম ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যরা অংশ নেয়।