সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

0
82

তাওহীদুল ইসলাম, সিলেট: সিলেটে সর্বোচ্ছ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর ১ টার মধ্যে এই ঝড়ের আশঙ্কা রয়েছে।

বুধবার (৩ জুলাই) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, দুপুর ১টার মধ্যে সিলেটসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড় হতে পারে। এছাড়া বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, আজকে সারাদিনই মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।