সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় পিকনিকের নামে অশ্লীলতা, ২৪ যুবক যুবতী আটক

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকায় পিকনিকের নামে অশ্লীল নৃত্য ও উচ্চ শব্দে গান পরিবেশনের অভিযোগে ২৪ যুবক-যুবতীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার বিকেলে অশ্লীলতার অভিযোগ পেয়ে উপজেলার মিনি কক্সবাজার নামে খ্যাত উধুনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে ৪ জন নারী রয়েছে। বাকীরা উপজেলার সলঙ্গা ইউনিয়নের ভরমোহনী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। মডেল থানার এস আই আব্দুস ছালাম গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।

মডেল থানা সুত্রে জানা গেছে, উপজেলার উধুনিয়া এলাকায় বর্ষা মৌসুমে নৌকায় পিকনিকের নামে অশ্লীল নৃত্য ও উচ্চ শব্দে গান পরিবেশনের অভিযোগ পেয়ে বুধবার সন্ধ্যায় মডেল থানা পুলিশ ২৪ জন যুবক যুবতীকে আটক করে। থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুস সালাম বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো দেওয়ানগঞ্জ থানার আখি খাতুন(২০), বাগমারা থানার পিংকি খাতুন(২৫), বাকেরগঞ্জ থানার রিনা খাতুন(২০), পটুয়াখালী থানার অঞ্জনা (২৯)। বাকীরা উপজেলার সলঙ্গা ইউনিয়নের ভরমোহনী গ্রামের শাকিব হাসান(২০), সবুজ (২০), রুহুল হোসেন (২০), এমদাদুল হক সাদ্দাম(৩০), ফটিক (৪২), একরামুল হাসান(২১), মামুন (১৯), ইকবাল হোসেন(৩৫), শাহজাহান (৩৫), রাশেদ(২২), শামীম হাসান(২২), হাসান (২৮), তেলকুপি গ্রামের রুবেল(২১), চরগোজার রিয়াজউদ্দীন(২০), চর বেড়ার নাইমউদ্দীন(২৩), মানিকদিয়ার গ্রামের রবিউল (২১), মাছিয়াকান্দি গ্রামের কোরবান(৩৮), বওলাতলার আব্দুল মজিদ (২২), দশাখালীর রাজু আহমেদ (২২), আলীগ্রামের মামুন (১৯)।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, অশ্লীল নৃত্য ও উচ্চ শব্দে গান পরিবেশনে পরিবেশ দুষনের অভিযোগে তাদেরকে আটক করে জেল-হাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button